বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গত ৮ নভেম্বর বৌদ্ধ ধর্মীয় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ‘সব ধর্ম, ইসলাম-বৌদ্ধ-হিন্দু-খ্রিষ্টান, সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে চান, একটা সম্প্রীতির দেশ গড়ে তুলতে চান।সবাই মিলে ভালো থাকতে, সুখে-শান্তিতে থাকতে চান'।
-এ দেশের সকল নাগরিক- যার যে ধর্মই হোক না কেন তারা নিরাপদে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার নিশ্চয়তার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।তিনি বলেছেন, কোন নাগরিক বৈষম্যের শিকার হবে না, সবাই আইনের সম সুযোগ পাবে।
গত ৫ আগস্ট থেকে প্রায় ৩০ হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে না পারলেও তারা সীমিত হলেও প্রতিবাদ করতে পেরেছে। কিন্তু সংখ্যালঘু নয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রায় ১ কোটির অধিক মানুষের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা মামলা করতে পারে নাই, কারণ থানা মামলা নেওয়া নেয় না। তারা প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলে- তাদের উপর হামলা,মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। আবার জামিনের জন্য উকিল পাওয়া যায় না, কারণ যিনি তার পক্ষে ওকালতি করবেন তার উপর হামলা করা করে মারধর করা হয়। বাংলাদেশের কোন আদালতে বি এন পি - জামাতের উকিল ছাড়া অন্য কোন উকিল মামলা করতে পারে না। অন্য কোন দলিয় উকিল আাদালতে হাজির হলে হামলার শিকার হতে হয়।যে বিচারক আসামীর পক্ষের উকিলের কথা শোনে সুবিচার করার চেষ্ঠা করেন তাৎক্ষণিক বিচারালয়ে গিয়ে সে বিচারককে হুমকি ধমকি দিয়ে অপসারণের জন্য ছাত্র সমন্বয়ক দলবদ্ধ হয়ে বিচারলয়ে গিয়ে মিছিল করে ভয় দেখান। এরকম ঘটনা পৃথিবীতে আর কোথাও আছে কিনা আমার জানা নাই।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান, এদের পক্ষে কথা বলার পৃথিবীতে কেউ নাই। মুসলমানদের প্রভাবশালী দেশগুলোও, - তারা কখনো কোথাও মুসলমানদের প্রতি অবিচারের প্রতিবাদ করার উল্লেখযোগ্য ভূমিকা রাখেন নাই। যার জন্য বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ প্রায় ৭/৮ কোটি মুসলমান মানুষ আজকে দিশেহারা। তাদের জন্য আইন নাই, বিচার নাই, পুলিশ নাই, কেউ'ই নাই!কারণ তারা আওয়ামী লীগ। বাংলাদেশের যদি এক দেড় কোটি সংখ্যালঘু ধর্মাবলম্বী হয়,তার মধ্যে ৯০ শতাংশ আওয়ামীলীগ। তারপরও তারা নির্যাতনের শিকার হলে প্রতিবাদ করতে পারে। কারণ, ভারত সহ বড় দেশ গুলো তাদের পক্ষে কথা বলে।মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প বিষয়টি সম্বন্ধে তার প্রতিক্রিয়া জানিয়েছেন- অবশ্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ,তিনি সংখ্যালঘুর পাশাপাশি বাংলাদেশের উশৃংখল অবস্থার কথা উল্লেখ করেছেন।
সেনা প্রধান সাহেব,- আপনি কি জানেন না, আওয়ামী লীগের seven to eight কোটি মানুষ চরম নির্যাতনের মধ্যে দিন কাটাচ্ছে। সারা দেশে এখন বাংলাদেশের গর্বিত সেনারা নিয়োজিত আছেন। সেখানে এই অবস্থা তা কি ভাবা যায়? কেউ বলে না যে দল যাই হোক অন্যায় করলে শাস্তি পাবে, বরং সকল জেলায় প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে- তা হলো আওয়ামী লীগের গ্রাম, ওয়ার্ড, পাড়া, উপজেলার নেতৃবৃন্দকে শুধু আওয়ামী লীগ পরিচয় পেলেই যেন গ্রেফতার করা হয়। মানুষ খেতে পারলো, কি পারলো না, মরলো কি বাঁচলো, চুরি ডাকাতি নিরাপত্তা হীনতা উন্নয়ন কোন বিষয়ে তাদের কোন দায়িত্ব নাই ।শুধু স্বাধীনতার পক্ষের যারা আছে এবং স্বাধীনতার মূল্যবোধ ও স্মৃতিস্তম্ভ মুছে ফেলাই যেন কাজ। আওয়ামী লীগের লোক হওয়া সত্বেও হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান - তারা নির্যাতনের কিছু প্রতিবাদ করতে পারেন। রাষ্ট্র এবং আপনি তাদেরকে নিরাপত্তার আশ্বাস দেন। কারণ,ওদের পক্ষে বড় বড় দেশের ধমক আছে, মুসলমানদের পক্ষে সেরকম কেউ নাই? শুনেছি,আপনি না আযান দেওয়ার সাথে সাথে নামাজের জন্য সব কাজ ফেলে চলে যান? আওয়ামী লীগের কিছু মানুষ খারাপ বা অপরাধী হতে পারে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আপত্তি নাই। কিন্তু অন্য দলের লোক আরও ১০ গুণ খারাপ তারপরও আপনারা দলীয় পরিচয় দেখে ব্যবস্থা নেন। মনে রাখবেন, এক দিন এজন্য আপনাদের সন্তানেরাও আপনাদেরকে মাফ করবে না। আর মনে রাখবেন, দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগ ও বাঙালি জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ।
আল্লাহ আপনাদের বিবেক জাগ্রত করুক।