ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই বিতর্ক আর অসংলগ্নতার ছড়াছড়ি। বিতর্ক যেন বিপিএলের আরেক নাম। বিশেষ করে পারিশ্রমিক নিয়ে প্রতি আসরে কোন না কোন ঘটনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! দায়িত্ব গ্রহণের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ ঘোষণা দিয়েছিলেন, পারিশ্রমিক নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ আর দেখা যাবে না। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি। চট্টগ্রাম পর্ব শুরুর আগে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।
গতকাল (মঙ্গলবার) রাত সোয়া ১১টায় দুর্বার রাজশাহী তরফ থেকে জানানো হয়েছিল, আজ বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবেন তারা। অনুশীলন শুরু করার নির্দিষ্ট সময়ের ঠিক ১০-১২ মিনিট আগে দলের পক্ষ থেকে জানানো হয়, দুর্বার রাজশাহী তাদের অনুশীলন বাতিল করেছে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, আজ তারা বিশ্রামে থেকেই দিনটা পার করবে।
কিন্তু ম্যানেজমেন্ট থেকে এমনটা জানানো হলেও আসল ঘটনা ভিন্ন। স্থানীয় ক্রিকেটারদের এখনো কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি স্বত্বাধিকারী। বিদেশি কয়েকজন ক্রিকেটার ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। দুই/একজন স্থানীয় ক্রিকেটার ২৫ শতাংশ টাকা পেলেও বাকিদের কেউই তা পাননি। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে রাজশাহীর টিম ম্যানেজমেন্ট স্থানীয় ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিকের চেক দিয়েছিলেন। কিন্তু সেই চেক বাউন্স হওয়ায় অনুশীলন বর্জন করেছেন রাজশাহীর ক্রিকেটাররা।
ডার্ক টু হোপ/এসএইচ