খুলনাকে হারিয়ে টানা চার ম্যাচ জয় চিটাগংয়ের
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 16 January, 2025, 10:46 PM
খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে চলতি বিপিএল আসর শুরু করেছিল চিটাগং কিংস। এরপর ঢাকা ও সিলেট পর্বে তিনটি ম্যাচ খেলে সবকয়টিতেই জয় পায় চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। চট্টগ্রাম পর্বে আজ পঞ্চম ম্যাচে ফের খুলনার মুখোমুখি হয় তারা। তবে এবার আর হার নয়। ৪৫ রানের জয় দিয়ে প্রতিশোধ নিলেন মোহাম্মদ মিথুনরা। সেই সঙ্গে নিশ্চিত হলো দলটির টানা চতুর্থ জয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খুলনা থামে ১৫৫ রানে। লক্ষ্য তাড়ায় কখনোই মেহেদী হাসান মিরাজের দল জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেছেন দারউইস রাসুলি। এই রান করতেও তার খরচ করতে হয়েছে ৩১ বল। ২০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন মোহাম্মদ নওয়াজ।
চট্টগ্রামের হয়ে আজ দুর্দান্ত বল করেছেন স্পিনার আরাফাত সানি। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন তিনি। সমান ওভারে ২৬ রান খরচায় ২ উইকেট নিয়ে সফল পেসার খালেদ আহমেদও। শরিফুল হাসানও দুই উইকেট নিয়েছেন।
এর আগে, প্রথমে ব্যাট করতে নেমে গ্রাহাম ক্লার্কের অনবদ্য সেঞ্চুরিত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রানের পাহাড়সম স্কোর গড়ে চিটাগং। টসে জিতে আজ চিটাগংকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ১৮ রানের মধ্যে ফর্মে থাকা ওপেনার উসমান খান ফিরলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক। দুজনে মিলে ৬২ বলে যোগ করেন ১২৮ রান। যার মধ্যে বেশিরভাগ রানই ক্লার্কের। ১৪৬ রানের মাথায় ইমন (২৯ বলে ৩৯) ফিরলে ভাঙে এই জুটি।
মাত্র ৯ ওভার ৩ বলে দলীয় শতরান পূরণ করে চিটাগং। ২৮ বলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ক্লার্ক। ইংল্যান্ডের এই খেলোয়াড় তার পরের পঞ্চাশ পূরণ করেন মাত্র ২০ বলে। শেষ পর্যন্ত ৫০ বলে ১০১ রান করে আউট হন তিনি। ৭টি চারের পাশাপাশি ইনিংসে ৬টি ছক্কা হাঁকান এই তারকা। চলতি বিপিএলে এটি পঞ্চম সেঞ্চুরি। আর চট্টগ্রামের হয়ে উসমানের পর দ্বিতীয়। আজকের ইনিংসের পর চলতি বিপিএলে রান সংগ্রহে সেরা পাঁচে ঢুকে পড়লেন ক্লার্ক। যদিও রানগড়ে এই ৫ জনের মধ্যে সবার ওপরে তিনি।
শেষদিকে, ব্যাট হাতে চট্টগ্রামের কেউ সুবিধা করতে পারেননি। শামীম হোসেন পাটোয়ারি ১৩ বলে ১৬ রান করে আউট হন। ১০ বলে ১১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মোহাম্মদ মিথুন। খুলনার হয়ে বল হাতে সফল ছিলেন দুই পাকিস্তানি সালমান ইরশাদ ও মোহাম্মদ নওয়াজ। ৪ ওভারে ৩১ ও ২৯ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন তিনি।
এই জয়ের ফলে ফরচুন বরিশালকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দুইয়ে এল চিটাগং। ৬ ম্যাচে ৪ জয়ে বরিশালের পয়েন্ট ৮। এক ম্যাচ খেলে সমান পয়েন্ট চিটাগংয়েরও। তবে রানরেটে এগিয়ে তারা। ৭ ম্যাচের সবকয়টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর।
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: